বিভাগীয় যুগম-নিবন্ধকের কার্যালয়, বরিশাল
সিটিজেন চার্টার
সমবায় আইন ও সমবায় সমিতি বিধিমালার আলোকে সেবা প্রদানঃ
v সকল প্রকার কেন্দ্রীয় ও কেন্দ্রীয় পর্যায়ের প্রাথমিক সমবায় সমিতি (বিভাগ ব্যাপী ও একাধিক জেলা ব্যাপী কর্মএলাকা বিশিষ্ট) নিবন্ধন,নিরীকরণ ও মূলধন বিনিয়োগসহ সমিতির যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করা এবং নিরী ফি ও সমবায় উন্নয়ন তহবিল আদায় কার্যক্রম তদারকি করা। অনুরূপ সমবায় সমিতির সংশোধিত উপ-আইন নিবন্ধন করা।
v বিভাগাধীন কেন্দ্রীয় সমবায় সমিতি সমূহের প্রয়োজনীয় ÿÿত্রে অমত্মবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করা।
v বিভাগের আওতাধীন জাতীয় ও জাতীয় পর্যায়ের সমিতিসহ যে কোন সমবায় সমিতি পরিদর্শন ও নিরীÿা সম্পাদন কার্যাদি তদারকি করা ও কেন্দ্রীয় সমিতির টেষ্ট অডিট সম্পাদন করা।
v সমবায় সমিতি আইন ও সমবায় সমিতি বিধিমালা ও নিবন্ধক মহোদয়ের ÿমতা অর্পণ ও বন্টনের আলোকে সমবায় সমিতির নির্বাচনসহ অন্যান্য বিষয়ে বিরোধ/আপীল গ্রহণ ও নিষ্পত্তিকরণ।
v সকারের বিভিন্ন উন্নয়ন ও অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প বাসত্মবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সাধন।
v বিভাগীয় কমিশনার ও অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সংগে যোগাযোগ রÿাকরা ও কাজে সমন্বয় সাধন।
v প্রচলিত আইন ও নিবন্ধক মহোদয়ের ÿমতা অর্পন ও বন্টনের আলোকে দপ্তরের আওতাধীন কর্মকর্তা ও কর্মচারীর ভ্রমণ সূচী, ভ্রমণবৃত্তামত্ম অনুমোদন, ভ্রমণভাতা বিল পাশ, শ্রামিত্মবিনোদন ছুটি মঞ্জর,টাইমস্কেল, পি,আর, এল (পেনশনোত্তর) ছুটি মঞ্জর ও পেনশন কেস নিষ্পত্তি করণসহ অন্যান্য সেবা প্রদান কর্যাদিসম্পাদন।
v বিভাগাধীন দপ্তর সমূহের দাপ্তরিক প্রশাসন পরিচালনা।
v জনগণকে সমবায়ের আদর্শে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার সেবা প্রদান।
যুগ্ন-নিবন্ধক
বিভাগীয় সমবায় কর্যালয়
বরিশাল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS