সমবায় বলতে সাধারণত সামষ্টিক কার্যক্রমকে বুঝায়। একাধিক মানুষজন একত্রে মিলিত হয়ে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে দল গঠন (group formation) সমবায়ের পূর্বশর্ত। দল গঠনের পরপরই যে উপাদানগুলো সমবায়কে অর্থবহ একটি সংগঠনে রুপান্তর করে তা হচ্ছে পুঁজি গঠন ও পুঁজির যৌথ বিনিয়োগ। আধুনিককালে অনানুষ্ঠানিকভাবে গড়ে ওঠা সমবায় সমূহকে আইনগত কাঠামো দেয়ার লক্ষ্যে বিশ্বের দেশে দেশে সমবায় সমিতি আইন ও বিধিমালা প্রণীত হয়েছে। সমবায় আইন ও বিধিমালা প্রণয়নের ফলে আধুনিক কল্যাণমূখী রাষ্ট্রে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের মাঝে সমবায় প্রত্যয়টি একটি জনপ্রিয় কর্মকৌশল (strategy) হিসেবে আবির্ভূত হচ্ছে। এছাড়া ও আর্থ-সামাজিক উন্নয়নে সমাজের সুবিধাবঞ্চিত অনগ্রসর শ্রেণী সমবায়ের ছায়াতলে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের গুরুত্বপূর্ন অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয়। আমাদের দেশে সমবায় সমিতি আইন ২০০১; সংশোধিত ২০০২ ও সংশোধিত ২০১৩ এর আলোকে সমবায়সমূহ সংগঠিত হচ্ছে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সমবায় অধিদপ্তর সমবায় সমূহের নেতৃত্ব প্রদান ও সমবায় কার্যক্রমের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে।
এক নজরেঃ
বরিশাল বিভাগের আওতাধীন সমবায় সমূহের তথ্যচিত্রঃ
সমবায় সমিতির সংখ্যাঃ
১ । কেন্দ্রীয় সমবায় সমিতিঃ মোট ৮৯ টি।
কার্যকর – ৭২ টি অকার্যকর – ১৭টি
২। প্রাথমিক সমবায় সমিতিঃ মোট ৭৪৮৩ টি।
কার্যকর- ৪৫৯০টি অকার্যকর - ২৭৯৩টি।
জেলাভিত্তিক প্রাথমিক সমবায় সমিতি বরিশাল
জেলার নাম |
কার্যকর |
অকার্যকর |
মোট কার্যকর |
বরিশাল |
১৮৩৫ |
১০০ |
১৭৩৫ |
পটুয়াখালী |
১২৩৩ |
৫৭০ |
৬৬৩ |
ভোলা |
১৪৪৮ |
৭২০ |
৭২৮ |
পিরোজপুর |
১৩৭৬ |
৮২৪ |
৫৫২ |
বরগুনা |
১০৪০ |
৫১২ |
৫২৮ |
ঝালকাঠি |
৫৫১ |
৬৭ |
৪৮৪ |
মোট= |
৭৪৮৩ |
২৭৯৩ |
৪৬৯০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস