Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সমবায় বলতে সাধারণত সামষ্টিক কার্যক্রমকে বুঝায়। একাধিক মানুষজন একত্রে মিলিত হয়ে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে দল গঠন (group formation) সমবায়ের পূর্বশর্ত। দল গঠনের পরপরই যে উপাদানগুলো সমবায়কে অর্থবহ একটি সংগঠনে রুপান্তর করে তা হচ্ছে পুঁজি গঠন ও পুঁজির যৌথ বিনিয়োগ। আধুনিককালে অনানুষ্ঠানিকভাবে গড়ে ওঠা সমবায় সমূহকে আইনগত কাঠামো দেয়ার লক্ষ্যে বিশ্বের দেশে দেশে সমবায় সমিতি আইন ও বিধিমালা প্রণীত হয়েছে। সমবায় আইন ও বিধিমালা প্রণয়নের ফলে আধুনিক কল্যাণমূখী রাষ্ট্রে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের  মাঝে সমবায় প্রত্যয়টি একটি জনপ্রিয় কর্মকৌশল (strategy) হিসেবে আবির্ভূত হচ্ছে। এছাড়া ও আর্থ-সামাজিক উন্নয়নে সমাজের সুবিধাবঞ্চিত অনগ্রসর শ্রেণী সমবায়ের ছায়াতলে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের গুরুত্বপূর্ন অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ ও এর  ব্যতিক্রম নয়। আমাদের  দেশে সমবায় সমিতি আইন ২০০১; সংশোধিত ২০০২ ও সংশোধিত ২০১৩ এর আলোকে সমবায়সমূহ সংগঠিত হচ্ছে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সমবায় অধিদপ্তর সমবায় সমূহের নেতৃত্ব প্রদান ও সমবায় কার্যক্রমের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে।


এক নজরেঃ

বরিশাল বিভাগের আওতাধীন সমবায় সমূহের তথ্যচিত্রঃ

সমবায় সমিতির সংখ্যাঃ

১ । কেন্দ্রীয় সমবায়  সমিতিঃ মোট ৮৯ টি।

                                     কার্যকর – ৭২ টি অকার্যকর – ১৭টি

২। প্রাথমিক সমবায় সমিতিঃ মোট ৭৪৮৩ টি।  

                                      কার্যকর- ৪৫৯০টি অকার্যকর - ২৭৯৩টি।

                                      জেলাভিত্তিক প্রাথমিক সমবায় সমিতি বরিশাল

জেলার নাম

কার্যকর

অকার্যকর

মোট কার্যকর

বরিশাল

১৮৩৫

১০০

১৭৩৫

পটুয়াখালী

১২৩৩

৫৭০

৬৬৩

ভোলা

১৪৪৮

৭২০

৭২৮

পিরোজপুর

১৩৭৬

৮২৪

৫৫২

বরগুনা

১০৪০

৫১২

৫২৮

ঝালকাঠি

৫৫১

৬৭

৪৮৪

মোট=

৭৪৮৩

২৭৯৩

৪৬৯০